ক্যহ্লাচিং মার্মা (Kyahlaching Marma ফেইসবুক আইডি) নামের এই ব্যক্তি এস.কে শিশির নামে পরিচিত। উক্তব্যক্তি অনুভূতি টিভির এক্সিকিউটিভ (মার্কেটিং) এর পদে থাকা কালীন সময় অফিস তার বিভিন্ন দুর্নীতি মূলক কর্মকান্ডের কারণে, যেমন উক্তব্যক্তি কয়েকজন প্রতিনিধি থেকে আইডি কার্ড দেয়ার কথা বলে টাকা নিয়েছে প্রতিষ্ঠানকে না জানিয়ে নিজে আত্বসাৎ করতো। এই ব্যাপারে শিশিরকে জিজ্ঞাসা করা হলে, উনি স্বীকারোক্তি প্রদান করে। প্রতিষ্ঠানে এরকম দুর্নীতি মূলক কাজের কারনে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা সব তথ্য দিয়ে স্যোসাল মিডিয়ায় বিভিন্ন অযৌক্তিক পোষ্ট করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই কারনে এক সপ্তাহের মধ্যে যদি ইনি অফিসে এসে যোগাযোগ না করে, তবে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানির মামলা কারার সিদ্ধান্ত নিয়েছে ।
Leave a Reply