বঙ্গোপসাগরে ভাসমান ৯ নাবিককে জীবিত উদ্ধার করা সেই মঙ্গল জলদাসকে(৩৫) সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে ।
আজ শনিবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের পক্ষ থেকে তাঁকে একটি নৌকার ইঞ্জিন, মাছ ধরার জাল ও নগদ অর্থ প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ মামুন, সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ বশির আহমদ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন, ইলিয়াস কামাল বাবু, ইসমাইল হোসেন মনি,সাজিদ মোহন,আনোয়ার হোসন, মিরাজুল মাওলা রিজভী, খোদাবক্স সাইফুল, মঙ্গল জলদাস প্রমুখ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ মামুন বলেন, মঙ্গল জলদাস যদি ওদিন সাগরে ভাসমান লোকগুলোকে উদ্ধার না করতেন, ঘটনাটি হয়তো অন্যরকমও হতে পারতো। তিনি সাহসিকতা ও মানবিকতার কাজ করেছেন। তরুণ প্রজন্মের কাছে এটি একটি শিক্ষনীয় দৃষ্টান্ত। ধন বা ক্ষমতা না থাকলেও শুধু সুন্দর মন থাকলেও যে কারো উপকার করা যায় মঙ্গল জলদাস সেটা দেখিয়ে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী বলেন, মঙ্গল জলদাস যে কাজ করেছে, তাকে উদ্দীপনা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামনে আরেকটা দূর্ঘটনা ঘটলে যেন মঙ্গলের অনুপ্রেরণায় অন্যরাও বিপদগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসে।
সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ বশির আহমদ খান বলেন, আমরা যে অবস্থানেই থাকি না কেন, মানুষের সাহায্যে এগিয়ে আসলে সমাজে উন্নতি হবে। ভালো কাজে উৎসাহিত করার জন্য এ ধরনের পুরস্কার দিলে সমাজে ভালো কাজ করার আগ্রহ বাড়বে। গত ৩১ মার্চ বঙ্গোপসাগরে টাগ বোট দূর্ঘটনায় ডুবে যাওয়া ৯ নাবিককে জীবিত উদ্ধার করেন মঙ্গল জলদাস ও তাঁর তিন সঙ্গী। ওই দিন সন্ধ্যায় তাদের এই বীরত্বের কাহিনি ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Leave a Reply