বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির আশু রোগ মুক্তি কামনায় পলাশবাড়ী প্রেসকাবের আয়োজনে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে প্রেসকাব ভবনে সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, কাউন্সিলর আব্দুস সোবাহান মন্ডল, প্রেসকাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি এনামুল হক মকবুল, ফেরদাউছ মিয়া, ছাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম, মশফিকুর রহমান মিলটন, সহ-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, নুর মহব্বত, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আঃ মান্নান শেখ রানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবেদুর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান লাভলু, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, শাহ আলম সরকার, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আল মাহমুদুজ্জামান ও সরকার লুৎফর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম, উত্তম কর্মকার, আরিফ উদ্দিন, ফজলার রহমান, শাহারুল ইসলাম, শাহজাহান ভুলু,আল কাদরি কিবরিয়া সবুজ, কাজী নজরুল ইসলাম, মিলন মন্ডল, মাসুদ রানা, ফেরদৌস রহমান, আসলাম আলী ও জাহাঙ্গীর আলম সবুজ প্রমূখ। শেষে এমপি স্মৃতির আশু রোগমুক্তি কামনাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়াও দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দো’আ পরিচালনা করেন প্রেসকাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া।
উল্লেখ্য; গত ১৫ জানুয়ারী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি তার নির্বাচনী এলাকায় অবস্থান কালে অসুস্থ হয়ে পরেন। পরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এসময় তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়। ১৮ জানুয়ারী পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসায় বর্তমানে তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
Leave a Reply