দেশে করোনাভাইরাস কালীন সময় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শহরের পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে পৌরসভার সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও পৌরসভার ওয়ার্ড সমূহের কাউন্সিলরবৃন্দ ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। পলাশবাড়ী পৌরসভার ১ হাজার ৫শ’ ৪০জন সুবিধাভোগীর মধ্যে প্রত্যেককে নগদ ৪শ’ ৫০ টাকা করে মোট ৬ লাখ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়।
Leave a Reply