বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সরকারী ভাবে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করলেন এমপি স্মৃতি

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫২৪ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারী ভাবে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ লটারীর মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট হতে ক্রয়ের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ¦ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, আনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মো. মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসী, উপজেলা মিল-চাতাল মালিক সমিতির সভাপতি দীলিপ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণসহ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ ছাড়াও অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eighteen =

এ জাতীয় আরো খবর..