আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রংধনু উন্নয়ন সংস্থা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে রংধনু উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আলম সজিব, কাজী আরিফ হোসেন, এনামুল হক, নাজমুল হুদা, মানিক আকন্দ ও শাহাফুল ইসলাম ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন,রিপন মিয়া, বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভাটির সঞ্চালনায় ছিলেন উত্তপল মন্ডল। রংধনু উন্নয়ন সংস্থার সদস্যরা নিজেরই চাঁদা তুলে সেই টাকায় অত্রালাকার প্রায় ২ হাজার দরিদ্র ও শীতার্ত মানুষের এসব কম্বল বিতরণ করেন।
এসময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, শীতে দরিদ্র অসহায় মানুষ ও শিশুরা চরম ভোগান্তিতে আছে। অতিকষ্টে জীবন যাপন করে তারা। তাই অহায় মানুষের পাশে দাঁড়াতে আমারা সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। যা শীতার্ত মানুষের শীত নিবারণের অবলম্বন হতে পারে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের বিত্তশালীদের প্রতি আহ্বান করেন বক্তারা।
Leave a Reply