বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন

পলাশবাড়ীতে পৃথক ৩টি ইটভাটায় অভিযানে তিন লাখ টাকা জরিমানা।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯০ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের পৃথক ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। 

বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার-এর নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা দেলোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন। র‌্যাব-১৩ টিম সদস্যরা অভিযানে সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রস্তুতকৃত ইটের পরিমাপ তৎসহ গুণগতমান সঠিক না থাকায় উপজেলা এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত ইটভাটা গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। ভাটাগুলো হলো উপজেলার হিজলগাড়ী এলাকার মা ব্রিকস, মেরীরহাটের এএসবি ব্রিকস ও এমবিবি ব্রিকস। প্রত্যেক ভাটা থেকে নগদ একলাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় ভাটা মালিকদের যথারীতি বিএসটিআই’র সনদ গ্রহণ পূর্বক ইটপ্রস্তুত করতে সতর্ক করা হয়। এ অভিযান আগামীতেও ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =

এ জাতীয় আরো খবর..