মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে এক হাজার দুস্থ মানুষের মাঝে যুবলীগের মাস্ক ও রান্না করা খাবার বিতরণ।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে মাস্ক ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুলাই) সকালে স্থানীয় পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে দুঃস্থদের মাঝে এসব মাস্ক ও খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাাপ্ত নেতা মো. সোহেল পারভেজ। উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

এ জাতীয় আরো খবর..