২০২০ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। তবে করোনাভাইরাসের কারণে সেটা পিছিয়ে গেছে ২০২২ সাল পর্যন্ত। অস্ট্রেলিয়ার পর ভারতে হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট, সেটাই হচ্ছে এখন।
আজ শুরু হলো ১৬ দলের টুর্নামেন্টের প্রথম পর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এ পর্বে খেলছে বাংলাদেশসহ আটটি দল। দুই গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার টুয়েলভে, সেখানে আগে থেকেই আছে আটটি দল।
প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন স্বাগতিক ওমান অধিনায়ক জিশান মাকসুদ। পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা বলেছেন, টসে জিতলে একই সিদ্ধান্ত নিতেন তিনিও। এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক আসরে খেলছে পাপুয়া নিউগিনি।
দিনের পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত আটটায় ।
সূএ,প্রথম আলো
Leave a Reply