গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে। পবা উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, ৭৭ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড পেয়েছেন ৬ হাজার ৩১৫ ও মুসলিম লীগের আফজাল হোসেন হ্যারিকেন প্র্রতিকে ৫১২ ভোট পেয়েছেন। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামানিক জানান, নির্বা চনে ৭৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
Leave a Reply