বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন

পবার নওহাটায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন।

মাসুদ রানা, পবা, রাজশাহী প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩০ বার পঠিত

রাজশাহী পবায় পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করে দুর্বুত্তরা। সোমবার ভোরে নওহাটা পৌর এলাকায় বাগসারা গ্রামে গিয়াস উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়।এতে ওই মাছ চাষির সোয়া তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এব্যাপারে পবা থানায় অভিযোগ করা হয়েছে।পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন।

গিয়াস উদ্দিনের কাছ থেকে জানা যায়, বাগসারা নওদাপাড়া তানোর রোডের পাশে পুকুর লিজনেন এবং বাণিজ্যিক ভাবে মাছ চাষ করেন। এবং বড় মাছের পাশা পাশি পোনা চাষ করেন এবং অন্য পুকুরে সরবরাহ করেন। সোমবার সকালে লোকমুখে শুনতে পান যে তার পুকুরের মাছ মারা যাচ্ছে। এতে দেখেন কে বা কহারা যেন পুকুরে গ্যাস টেবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৩৫.৪০ মণ বিভিন্ন জাতের মাছ মারা যায়।

পবা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে অভিযোগ পেয়েছি।
খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূ্র্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − four =

এ জাতীয় আরো খবর..