সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন নিয়েও ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী

অনুভূতি অনলাইন ডেক্স।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ জোড়াতালি দিয়েও পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না; কিন্তু শেখ হাসিনা তা নির্মাণ করে প্রমাণ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, এখন আবার পদ্মা সেতু উদ্বোধন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নির্মাণেও বাধাগ্রস্ত করেতে পারেনি, উদ্বোধনেও কিছুই করতে পারবে না।

শুক্রবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান এমপি।

সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় সমন্বয়ক সাখোয়াত হোসেন শফিক, আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ সদস্য সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।

প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু।

সূত্র – যুগান্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =

এ জাতীয় আরো খবর..