পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পোল্ডারের অধিনে থাকা আঠারো গাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মুন্সির হাট সংলগ্ন পাকা রাস্তা ভেঙে যাচ্ছে খালের বুকে।
আমতলী উপজেলা ৩নং আঠারো গাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার তালুকদারের ঘরের পিছনে পানি উন্নয়ন বোর্ডের পাকা রাস্তা ভেঙে খালের বুকে। ১৭ আগস্ট রোজ মোঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় অনুভূতি টিভি প্রতিনিধিকে জানান , মোঃ আনোয়ার তালুকদার, খোকন,রেজা,জাহাঙ্গীর, গফফার তালুকদার বংশধর সহ সবাই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী পাকা রাস্তা ভেঙে যাচ্ছে এতে ২০ টি পরিবার ক্ষতিগ্রস্তের মুখে। ক্ষতিগ্রস্থ পরিবার আরও বলেন,আমরস বরগুনা আমতলী উপজেলা আঠারো গাছিয়া ইউনিয়ন বাসিন্দা কিন্তু পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের অধিনে তাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল পানি উন্নয়ন বোর্ড সহ পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করি। আমরা এখন অনেক বিপদের মধ্যে আছি। যাতে আমাদের এই রাস্তা সংস্কার এবং পাইলিং করা হয় তার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের কাছে।
Leave a Reply