পটুয়াখালী সদর উপজেলা লাউকাঠি ইউনিয়ন মৌকরন বজারে ১৮ এপ্রিল রোজ রবিবার মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ সরকারি নিষেধ আজ্ঞা অমান্য করে গরুর হাট,চলছে রমরমা বাজার কমিটি মানছেনা নিষেধ আজ্ঞা। কভিড ১৯ দ্বিতীয় ধাপের সরকারি নিষেধ আজ্ঞা অমান্য করে গরু ও মাছ বাজার চলার কারনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ এর নেতৃত্বে প্রশাসন,পুলিশ বাহিনী লকডাউন কার্যকার করার ক্ষেত্রে মোকাবেলায় পটুয়াখালী তে ব্যাপক অভিযান চালায়। দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৫২০০, পনের হাজার দুই শত টাকা জরিমানা করেছেন মৌকারন গরুর হাট কমিটির ইজারাদারের। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ বলেন কভিড -১৯ দ্বিতীয় ধাপ সরকারি নিষেধ আজ্ঞা বাধ্যবাধকতা মানতে হবে। দ্বিতীয় বার এভাবেই ভুল করলে এর চেয়েও বড় ধরনের অর্থ দন্ড করা হবে। তিনি আরো বলেন এই মহামারী করনা সংক্রান্ত পরিস্থিতি নিজেরাই নিজেদের কে সুরক্ষিত রাখতে হবে এ জন্য অনুরোধ করেন।সরকারের নির্দেশ মোতাবেক প্রশাসন কঠোর ব্যাবস্থা নেওয়ার চিন্তা শিল ব্যাক্তিরা সন্তোষ প্রকাশকরেন।
Leave a Reply