পটুয়াখালী সদর উপজেলা ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাউদ বাড়ি ব্রিজের উত্তর পার্শে মৃত্যু অবস্থায় একজন নারীকে পাওয়া যায়। ২২ এপ্রিল রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার সময় এই হাউদ বাড়ির বাসিন্দারা আল্লাহর সৃষ্টি সর্ব শ্রেষ্ঠ মানুব জাতির মৃত্যু অবস্থায় দেখতে পায়। ঘটনা সুত্রে জানাযায়, এই আল্লাহর সৃষ্টি মানব পাগলিনী একজন মানুষিক ভারসাম্যহিন ছিলেন। তিনি দুই একদিন দিন হয় এই হাউদ বাড়ি এলাকায় মাথায় জটচুল অবস্থায় এসেছেন । এর কোথায় বাড়ি ঘর সবার অজানা কিন্তু সবাই আল্লাহর কাছে এই পাগলিনির জন্য দোয়া করেছেন । অনুভূতি টিভির প্রতিনিধিকে স্থানীয় লোকজন বলেন, মানুষ মানুষের জন্য, এই হঠাৎ দেখা মানুষটি কারোনা কারো মা বাবার ঘরে জন্ম নিয়েছে হয়তো আজ তারা কেউ নেই পাসে। তাই আমরা সবাই মিলে এই মৃত্যু অবস্থা পাওয়া মাইয়াদিকে আমরা দাফন করবো।এ জন্য এই হাউদ বাড়ির রাস্তার পাশে মৃত্যু অবস্থায় পাওয়া নারীকে অনেকেই দাফনের জন্য অর্থ দান করেছেন। ইউ পি সদস্য মোঃ খলিলুর রহমান বলেন,আমরা হঠাৎ এই দুইদিন দেখতে পাই আমাদের এই ব্রিজের নিচে ঘোরাফেরা করতো আজকে দুপুর ১২ টার সময় মৃত্যু অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দাফনের জন্য চেষ্টা করে ইতির মধ্যে পটুয়াখালী সদর থানার পুলিশ এসে নিয়ে যায়। পোস্ট মেডাম করে পটুয়াখালী গোরস্থানে রাখা হবে বলেন। এবং এই মৃত্যু নারীর দাফনের জন্য যে অর্থ উত্তোলন করা হয় ঐ এস্থানিয় মসজিদে দান করেন।
Leave a Reply