নেত্রকোনা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক আব্দুল্লাহ আল মামুন খান রনি। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৯ হাজার ৫৬৩ এবং বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৯৯৫টি। সদর পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৬৭ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৩৮ এবং নারী ভোটার ছিল ৩৪ হাজার ৪২৭জন। পৌরসভায় ৩২টি কেন্দ্র, ২০৫টি বুধে ইভিএম এ ভোট প্রদান করেছে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ৮জন করে পুলিশ এবং ৮জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। এছাড়াও ৫ প্লাটুন বিজিবি, ৫টি র্যাবের টিমসহ পুলিশের মোবাইল টিম ও ষ্ট্রাইকিং ফোর্স কাজ করেছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply