মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

নেত্রকোনায় সাংবাদিকদের সাথে মডেল থানার ওসির মতবিনিময়।

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৪ বার পঠিত

নেত্রকোনা মডেল থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ আজ বৃহস্পতিবার রাত ৮টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ সঞ্চালনায় শুভেচ্ছা ও মত বিনিময় সভা হয়।এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা মডেল থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সদস্য সচিব এম, ফখরুল হক, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাসেম, তরিকুল ইসলাম রাজা, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আলপনা বেগম ও সোহান আহমেদ প্রমুখ।নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ শুভেচ্ছা বিনিময়কালে তার পেশাগত দায়িত্ব পালনে ও জুয়া, মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদ নির্মূলসহ আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার লোকজনের সর্বাত্মক সহযোহিতা কামনা করেন।সাংবাদিক নেতৃবৃন্দও তাকে সব ধরণের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =

এ জাতীয় আরো খবর..