শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন করেন, এমপি, হাবিবা রহমান খান শেফালী।

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

নেত্রকোনায় পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এক অংশ দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং ভোটের বাজার সংলগ্ন ১৯৯৭ সালে স্থাপিত হওয়া পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ছাত্রাবাসের উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদা আক্তারের পক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাল উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীত চক্রবর্তী, জেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির প্রমূখ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে হাবিবা রহমান খান শেফালী বলেন, অটিজম ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এই পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি নেত্রকোনায় সর্ব প্রথম স্থাপিত হয়। প্রতিষ্ঠানটি শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় চলছে। তবে আমি আমার স্বাধ্যমত চেষ্টা করবো এই বিদ্যালয়টি এমিপও ভুক্ত করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

এ জাতীয় আরো খবর..