মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা ।

ইকবাল হাসান, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় বিভিন্ন সহায়তা থেকে বাদ পড়া গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক। 
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সাতপাই আর্দশ বালিকা বিদ্যালয় হল রুমে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেছে নেত্রকোনা জনতা ব্যাংক লিমিটেড । নেত্রকোনা জনতা ব্যাংক লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক মো. আব্দুর রবের সভাপতিত্বে খ্যাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে আলোচনা শেষে করোনাকালীন সময়ে বিভিন্ন সহায়তা থেকে বাদ পড়ে যাওয়া শহরের র্অধ শতাধিক পরিবারের মাঝে ১৫ দিনের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পর্যায়ক্রমে আরো  র্অধশত  পরিবারকে এই খাদ্য বিতরণ করা হয়েছে যাতে কর্মহীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ একটি পরিবার ১৫ দিনের খাদ্য নিশ্চয়তা পায়। এ সময় প্রধান অতিথি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনাসহ পরিবারের এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =

এ জাতীয় আরো খবর..