নেত্রকোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি-২০২১ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উজ্জীবনের পথযাত্রা । এ দিকে রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ফাহিম রহমান খান পাঠান। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, আমিনুল ফারুক, ইমরুজ ইমতিয়াজ মিটু, মোঃ মাজহারুল ইসলাম রাজু, রাকিব হাসান, রাফায়েল হাসান সৌরভ সহ আরো অনেকে। দিবনটি পালনে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করে জেলা পুলিশ। পোশাকের পাশাপাশি মাঠে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে নানা আয়োজনে জেলার বিভিন্ন অলি গলিতে দিবসটি পালন করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।
Leave a Reply