নেত্রকোনার বারহাট্টায় ত্রিশ মিনিটের অগ্নিকাণ্ডে বসতঘরসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে নিঃস্ব হয়ে পড়েছে পাঁচটি পরিবার। বারহাট্টা-বাউশী সড়কের কান্দাপাড়া বাজারে রবিবার (৩১ জানুয়ারী) সাড়ে বারোটার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আগুনে স্থানীয় সুলতান মিয়ার মালিকানাধীন পারিবারিক বসতঘর সংলগ্ন চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ পরিবারসমূহ হচ্ছে, সুলতান মিয়া এবং তার ভাড়াটে ক্ষুদ্র ব্যবসায়ী কাঞ্চন বিশ্বাস, সুমন দাস, শহীদ মিয়া ও রহিম মিয়া।
ভোক্তভুগী সুলতান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে চায়ের দোকানদারী কইর্যা জমাইয়া জমাইয়্যা এই ঘর-বাড়ি বানাইছি। ঘরে নগদ সাড়ে চার লক্ষ টাকা ও সোনার সাড়ে তিন ভরি অলংকার ছিল। সব পুইর্যা গেছে। আগুনের কারণে আমার বার লক্ষ টাকার বেশী ক্ষতি অইছে’।
স্থানীয়রা জানায়, রবিবার সাড়ে বারোটার দিকে সুলতানের বসতঘরে আগুন লাগে। এ সময় কেউ বাসায় ছিল না। ঘরের চুলা বা বিদ্যূতের সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
পরে খবর পেয়ে বারহাট্টার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, অগ্নিকান্ডের অনেক পর লোক মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের ফলে দৃশ্যমান ক্ষয়-ক্ষতি সাত লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply