বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত।

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৮৪ বার পঠিত
নেত্রকোনায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাইফুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। সে নেত্রকোনা কোর্ট এলাকায় পুলিশ কনস্টেবলের চাকুরী করত। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম বৃহস্পতিবার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাঘরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যায়। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা খানম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে পিকআপটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twenty =

এ জাতীয় আরো খবর..