মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় পৌর শহরের পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল মাহমুদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবুর রহমান খান শেফালী উপস্থিত ছিলেন। এছাড়াও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ড.মিসেস নাদিয়া বিনতে আমিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, এমপি হাবিবুর রহমান খান শেফালী, উদ্যোক্তা পরিচালক ড.মিসেস নাদিয়া বিনতে আমিনসহ আরো অনেকে।
Leave a Reply