বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোণা বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় নিহত।

ইকবাল হাসান, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২১৬ বার পঠিত

নেত্রকোণা জেলার বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, হাবিব বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলযোগে থানায় যাচ্ছিলেন। পথে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =

এ জাতীয় আরো খবর..