শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

নেত্রকোণায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার।

ইকবাল হাসান, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

নেত্রকোণায় পুকুরে মাছ-শাক ধুতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আফসানা মিতু মণি (১৯) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নেত্রকোণা মডেল থানা পুলিশ সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে। মারা যাওয়া আফসানা মিতু মণি ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে। সে নেত্রকোণা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে অধ্যয়ণরত ছিল। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মিতু মণি গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে শাক ও মাছ ধুতে যায়। এরপর সে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। কিন্তু, কোথাও সন্ধান পায়নি। পরদিন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। রাত পৌনে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা র্পযন্ত মেয়েটির মৃতদেহ তার বাড়ির প্রাঙ্গণে রাখা হয়। নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঊধ্বর্তনদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

এ জাতীয় আরো খবর..