মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

নেত্রকোণার বারহাট্রায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত- ২ জন।

ইকবাল হাসান ,নেত্রকোণা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে চাচা ভাতিজা নিহত হয়েছেন। 

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বারহাট্টার বড়ি ফিশারীপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত চাচা মুরতুজ আলী (৬৫) মৃত কোরবান ডাক্তারের ছেলে ও ভাতিজা রুবেল মিয়া হলেন জয়নাল আবেদনি ওরফে তারা মিয়ার ছেলে। তারা সকলে বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা ভাতিজা দুজনে মোটর সাইকেল যোগে মোহনগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়িতে আস ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের উপজেলার বড়ি ফিশারীপাড় নামক স্থানে মোহনগঞ্জগামী দ্রুতগতির ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ । এতে চাচা মুরতুজ আলী ও ভাতিজা রুবেল মিয়া ঘটনাস্থলে নিহত হন।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

এ জাতীয় আরো খবর..