মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

নূরুন্নবী বাবু দৈনিক সময়ের কাগজের সম্পাদকের দায়িত্ব পাওয়ায় অনুভূতি টিভির সিইও আবুল কালাম আজাদ’র শুভেচ্ছা

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৯৩১ বার পঠিত

দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু এবার সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় অনুভূতি টিভির সিইও আবুল কালাম আজাদ’ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে অনুভূতি টিভির সিইও আবুল কালাম আজাদ, অনুভূতি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুজন কুমার কর্মকার সহ কুষ্টিয়া ইউনিটির পক্ষ থেকে নুরুন্নবী বাবুর উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। জানাগেছে, গত ১২ এপ্রিল পত্রিকার প্রকাশক আবু বকর সিদ্দীক তাকে সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
প্রায় এক যুগ ধরে নুরুন্নবী বাবু দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশরক্ষাসহ নানা সামাজিক কাজের সঙ্গে জড়িত। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের চলতি পরিষদের যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামে ১৯৭৮ সালে নুরুন্নবী বাবু জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম ডা. গোলাম নবী এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে সুপরিচিত। নুরুন্নবী বাবু কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যায়নকালে ২০০০ সাল থেকে স্থানীয় ও জাতীয় পত্র—পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ২০০৭ সালে দৈনিক সময়ের কাগজের পথ চলা শুরু থেকেই তিনি যোগ দেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

এ জাতীয় আরো খবর..