শীতের তীব্রতার সাথে লড়ে যাওয়া মানুষগুলোর মাঝে উষ্ণতার ছোঁয়া বিলিয়ে দিলো মানব কল্যাণ ফাউন্ডেশন-এর একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী আজ ৯ জানুয়ারি, ২০২১ নীলফামারীর কিশোরগঞ্জ থানার পুটিমারী ইউনিয়ন এর এতিম পথশিশু ও সুবিধাবঞ্চিত ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
আপনার-আমার, আমাদের ক্ষুদ্র-ক্ষুদ্র অনুদান এবারও রূপ নিতে চলেছে শীতার্তের কুয়াশাঘন রাতে শীত নিবারণের একমাত্র আস্থা হিসেবে, হতে চলেছে স্টেশনের ফ্লোর বা খড়ের মাচানে কোনোরকমে গুটিসুটি মেরে ছেঁড়া-পাতলা কাপড়ে শুয়ে রাত্রি নিবারণ করা একেকটি অসহায়ের দৃঢ় অবলম্বন!
আসুন, এবার শীতেও আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওদের মাঝে বিলিয়ে দেই একবিন্দু উষ্ণতা, ওদের ম্লান মুখে ফুটিয়ে তুলি এক চিলতে অমূল্য হাসি! এবার শীতে, আবহাওয়ার সঙ্গে ওদেরও সন্ধি করার সুযোগ করে দিই!
অন্তত আপনার পুরোণো, পরিত্যাগ করা কোনো পোশাকের মাধ্যমে বা আপনার সাধ্যমতো অর্থ বা মেধা দিয়ে আমাদের ইভেন্ট-৫ “উষ্ণতার ছোঁয়া তে সাহায্য করতে এগিয়ে আসুন!
বিকাশ নাম্বার ঃ০১৮১১৫২৫৫৪৮
রকেট নাম্বার ঃ ০১৭৬৫৪১০৫৪৫৩
Leave a Reply