নীলফামারীতে আসামী মো: মশিউর রহমান এর বিরুদ্ধে এস.সি মামলা নং ৪০/২০২০The Negotiable instruments Act-1881″এর ১৩৮ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রধান করেন বিজ্ঞ আদালত।
মামলা হওয়া থেকে আজ পর্যন্ত আদালতে হাজির হয় নাই। পরবর্তীতে সে কখনো বিজ্ঞ আদালতে হাজির না হলে বিজ্ঞ আদালত মামলার বিচার র্কায সম্পন্ন করে আসামীকে ৬ মাসের সাজা প্রদান করেন। সাজার বিষয়টি জানার পর আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। থানা সূত্রে জানা যায়- আসামী চরইখোলা ইউনিয়নের তার খালা শাশুরীর বাড়িতে আত্মগোপন করে থাকেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ (১৭ফেব্রুয়ারি ২০২১ ইং) তদন্ত অফিসার মাহমুদ উন নবীর সদর থানার সাবইন্সপেক্টর মো: নুর ইসলাম কর্তৃক অভিযান পরিচালনা করে নীলফামারী থানার বাড়াই পাড়া আব্দুল লতিফের এর ছেলে মশিউর রহমানকে আটক করা হয়।
Leave a Reply