যেখানেই মাদক বিক্রেতা এবং মাদকাসক্ত দেখবেন, আমাকে ফোন দেবেন। কথা গুলো বললেন, নীলফামারীর সদর উপজেলার নির্বাহী অফিসার এলিনা আক্তার। সোমবার ৮ ফেব্রুয়ারী দুপুরে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে, মহিলা অধিদপ্তরের ভিজিডি কার্ড ২০২১-২০২২ বছরের বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সচিব নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নুরুন্নাহার শাহজাদী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রমুখ। ১শত ৭৭ জন মহিলার মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার। তিনি আরও বলেন, ‘ বর্তমান সরকার প্রধান যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমরা যদি সচেতন হই, তবে একদিন এই দেশ, আমেরিকা কানাডায় পরিনত হবে ইনশাআল্লাহ্।
Leave a Reply