নীলফামারীতে পুলিশ কন্ট্রোল রুমের আধুনিকায়ন এর শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টার্চায্য বিপিএম। আজ দুপুরে
নীলফামারী পুলিশ সুপারের পরিকল্পনা ও বাস্তবায়নে পুলিশ সুপার র্কাযালয়ের কন্ট্রোল রুম, জেলা বিশেষ শাখার ওয়ান স্টপ র্সাভিস এবং হিম ঘর এর
উদ্বোধন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান এএসপি, এবিএম আতিকুর রহমান, সদর র্সাকেল এ.এস.এম
মোখতারুজ্জামান, সদর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রউফ, তদন্ত র্কমর্কতা মাহামুদ-উন-নবীসহ উপস্থিত ছিলেন পুলিশের সদস্যসহ প্রিন্ট
মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন ডিআইজি দেবদাস ভট্টার্চায্য।
এসময় পুনাক অসহায় দরিদ্র-শীর্তাত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুনাক সভাপতি মধুছন্দা ভট্টার্চায্য, নীলফামারী জেলার পুনাক সভাপতি তাসমিয়া
জান্নাত, র্নিবাহী সদস্যা নাদিরা জাহানসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply