সুনামগন্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে চলছে নির্বাচনি প্রচারণা ও মত বিনিময় সভা।
রাস্তা- ঘাট, দোকান-পাটসহ বিভিন্ন বাজারে ও পয়েন্ট গুলো একক ভাবেই যেন চলছে নির্বাচনের গুঞ্জন। কে বা কাহারা?হচ্ছে নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদ পার্থী। দলীয় ভাবে কার্ড প্রধাণ এর মাধ্যমে হবে কি এবারের নির্বাচন? নাকি কার্ড ছাড়াই হবে এবারের নির্বাচন?আর যদি কার্ড এর মাধ্যমেই হয় তাহলে কে পাচ্ছে কোন দলের কার্ড? এইরকম নানা প্রশ্ন নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা।
কেউ কেউ বলছেন কার্ড দিয়ে হচ্ছে না এবারের নির্বাচন। এই মতের অনুসারী খুবই কম।
অধিকাংশদের মতেই বরাবরের মতোই কার্ড দারা মনোনয়ন এর মাধ্যমেই হবে আসন্ন এই নির্বাচন। নির্বাচন কমিশনের মতামত অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ২৩শে মার্চে নির্বাচন এর প্রথম ধাপেই নির্বাচন হবে এই এলাকার।
এদিকে আওয়ামী লীগ এর থেকে মনোনয়ন প্রত্যাশি (৩)জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ মোকশেদ আলী, সাভেক চেয়ারম্যান মোঃ আঃকাদির ও আওয়ামী লীগ নেতা মোঃ আবু হানিফ। আওয়ামী লীগ এর মনোনয়ন নিয়ে তিন জনেরই সমর্থক থাকলেও অধিকাংশের মতে হয়তো আওয়ামী লীগ এর মনোনয়ন গত বারের মতোই এবারও পাবে বর্তমান চেয়ারম্যান মোঃ মোকশেদ আলী। আবার কারো কারো মতে দলীয় মনোনয়ন পেতে পারে সাবেক চেয়ারম্যান মোঃ আঃকাদির, কারও মতে মোঃ আবু হানিফ।
অন্যদিকে বিএনপির মনোনয়ন পার্থি (২)জন। বি এনপির নেতা মোঃ আমজাদ হোসেন ও মোঃ আনোয়ার হোসেন। তবে তাদের কাউকেই এখন পর্যন্ত জুড়ালো ভাবে দেখা মিলেনা মঠ পর্যায়ে। কেউ কেউ বলছেন বি এন পি নেতা মোঃ আমজাদ হোসেন ই হয়তো মনোনয়ন পেতে পারে দলটির।
অনয় দিকে বাংলাদেশ জাতীয় পার্টির একক ভাবেই মনোনয়ন পার্থি সুনামগঞ্জ সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোঃ রশিদ আহমদ।এখন পর্যন্ত মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচারনায় এগিয়ে রয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অধিকাংশ মতে জয়ের মালা তার দিকেই এগিয়ে আসছে। তবে নির্বাচন এর দিন পর্যন্ত অন্য কোনো দিকে মোড় নিবে কিনা? সেটাই হচ্ছে প্রশ্ন।
অন্য দিকে নির্বাচনের মতবিনিময় সভার আয়োজনে পিছিয়ে নেই মেম্বার পদ পর্থীরাও।নিজেদের মতো করে ঘরোয়া পরিবেশে জনসমর্থন চাচ্ছে ইউনিয়নটির সকল মেম্বার পদপার্থীরা।(০৯)নং ওয়ার্ড এ মেম্বার পদ পার্থি হিসেবে রয়েছ (০৪)জন।(১)বর্তমান মেম্বার মোঃ বিল্লাল হোসেন।(০২)সাবেক মেম্বার মোঃ সিদ্দিক মিয়া।(০৩)মোঃ হেকিম মিয়া (০৪)মোঃ মাফিজ মিয়া।তারা সবাই নিজের মতো করে ব্যক্ত করছে তাদের নির্বাচন এর মতামত।কেউ কেউ আয়োজন করছে মতবিনিময় সভার।তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী জরিপে এগিয়ে আছে বর্তমান মেম্বার মোঃ বিল্লাহ হোসেন।তবে তেমনটা পিছয়ে নেই মাফিজ,হেকিমরাও।
সব মিলিয়ে চার দিকে রমরমা নির্বাচনি হাওয়ায় সদর উপজেলার এই ইউনিয়নটি।মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কালে,
মোঃ হান্নান মিয়া জানান সব কিছু ঠিক ঠাক মতো হলে এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙল পতিক নিয়ে চেয়ারম্যান হিসেবে জয়ী হওয়ার সম্ভাবনায় বেশী।
অন্য দিকে আলহাজ্জ মতিউর রহমান কলেজে এর সহ কারি অধ্যাপক মোঃমাইনুদ্দিন জানান এখন পর্যন্ত (০৯)নং ওয়ার্ড এ এগিয়ে আছেন বর্তমান মেম্বার মোঃ বিল্লাল হোসেন। এবং আবারও তিনিই মেম্বার হিসেবে জয়ী হবেন ইনশাআল্লাহ।
Leave a Reply