তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত বুকে ব্যথা অনুভব করতে থাকি,পরে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের স্বরণাপর্ণ হই,পরে পরীক্ষার নিরীক্ষা করে,চিকিৎসা নিতে থাকি,তার করোনার পরীক্ষা করলে,তা নেগেটিভ আসে,বর্তমানে এখনোও চিকিৎসাধীন অবস্থায় রয়েছি,আমার নিজস্ব এলাকাবাসী, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, আত্নীয়স্বজন ও পারাপ্রতিবেশী ও সকল আইনজীবী সমিতির নিকট দোয়া চাই,আপনারা আমার জন্য দোয়া করবেন,মহান আল্লাহ যেন আপনাদের দোয়ায়,আমাকে দ্রুত সুস্থ করে তুলেন এই কামনাই সকলের নিকট আবেদন করছি।
Leave a Reply