বরগুনা আমতলী উপজেলা ৩ নং আঠার গাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল ইউ পি সদস্য, মৃত্যু বাদশা তালুকদারের চতুর্থ ছেলে মোঃ দুলাল তালুকদার ।
গত ২১ জুন ২০২১ ইং রোজ সোমবার আসান্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ পি সদস্য পদে জয় লাভ করেন। ১৮ জুলাই রোজ রবিবার ইউনিয়ন পরিষদে ইউ,পি, চেয়ারম্যান ও সদস্যরা পদার্পণ করবেন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকার সময় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ গ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকরতা মোঃআসাদুজ্জামান। প্রধান অতিথি, উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরয়ার ফোরকান। বিশেষ অতিথি, আমতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরুজা মনি ও উপজেলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মোঃ দুলাল তালুকদার বলেন, আমি শপথ বাক্য পাঠ করছি যে আমি শপথের প্রতিটি শব্দ বাস্তবে পরিনত করব। ঝুঁকি নিয়ে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাবো মাঠে, মহামারীর এই সময় তৃর্ণমূল পর্যায়ে করোনামুক্ত রাখতে যত কঠিন দায়িত্ব হোক পালন করতে প্রস্তুত থাকবো। সরকারের যে নির্দেশনা তা সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অনবরত কাজ করে যাব। আমরা সরকারের একটা অংশ আমরা ভালো কাজ করলে সরকারের সুনাম হবে। আমাকে ওয়ার্ড বাসি মূল্যবান ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলে ও তাদের মাঝে কাজ করে যাবো ইন শা আল্লাহ। আমি মানুষের ন্যায্য পাওনা ঘরে ঘরে পৌঁছে দেবো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো আল্লাহ ও রসুলের নাম নিয়ে। তিনি ঈদুল আজহা উপলক্ষে বলেন, আমাদের কোরবানি ঈদে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মাক্স বিহীন চলবোনা। আপনি বাঁচুন পরিবারকে বাঁচান দেশকে বাঁচান সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা সবাই কোরবানির গরু জবাই করবো দূরত্ব বজায় রেখে। গরুর রক্ত ও ময়লা মাটিতে পুতে রাখবো। এমনটাই আশা ব্যক্ত করেন মহামারি করোনা বিস্তার সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
Leave a Reply