কুষ্টিয়া প্রতিনিধি ॥
ইংরেজী নতুন বছর উপলক্ষ্যে, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার সকলের সুখ-শান্তি, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে মুক্তি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে। ২০২০ সালের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২১ হবে একটি সম্ভাবনার বছর। নতুন বছরে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার।
Leave a Reply