ছবির ক্যাপশনে অক্ষয় জানান, শনিবার ছিল সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। তা স্মরণীয় করতেই ছবিটি প্রকাশ করেছেন।
‘অতরঙ্গি রে’ সিনেমা রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে। এতে নায়িকা সারা আলী খান। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও রয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশকেও। চলতি বছর ৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছেন ‘অতরঙ্গি রে’।
Leave a Reply