বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

নগরীর খুলশি কনভেনশনে বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব আব্দুল কাদেরের সহধর্মিণীর কুলখানি অনুষ্ঠান সম্পন্ন।

শেখ মশিউর রহমান নয়ন।
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮৮ বার পঠিত

গতকাল ২৮ ফেব্রুয়ারি UUHRBH চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সচিব জনাব আব্দুল কাদেরের সহধর্মিণীর কুলখানি অনুষ্ঠান চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশি কনভেনশন হলে দোয়া ও মোনাজাতের মাধ্যামে সম্মপন্ন হয়েছে।

দুপুর ১ টা থেকে দোয়া ও মেজবানির মাধ্যামে শুরু করে বিকাল ৪ টায় নিদারুণ আতিথেয়তা দিয়ে শেষ করা হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে বিশেষ করে যারা উপস্থিত ছিলেন
UUHRBH এর কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন মীর।
আরো উপস্থিত ছিলেন জনাব নাছির আহমেদ (চেয়ারম্যান : অনুভুতি টিভি)
সাংবাদিক শাহরিয়ার সুমন (ব্যাবস্থাপনা সম্পাদক : অনুভুতি টিভি)
জনাব মো: ইউসুফ মিয়া ( যুগ্ম- সচিব UUHRBH চট্টগ্রাম জেলা কমিটি)
জনাব রবিউল হক (সাংগঠনিক সম্পাদক :UUHRBH চট্টগ্রাম জেলা কমিটি)
জনাব মো: আনোয়ার হোসেন। প্রচার সম্পাদক :UUHRBH চট্টগ্রাম জেলা কমিটি)
জনাব মো: নাসির (UUHRBH সদস্য চট্টগ্রাম জেলা কমিটি)
জনাব : হাসানুল আলম ( চেয়ারম্যান CN টিভি) সহ সমাজের অন্যানা গন্যমান্য ব্যাক্তগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

এ জাতীয় আরো খবর..