নওগাঁয় ইসলামি ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৪ তলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মান কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, কার্য নির্বাহী কমিটির দাতা সদস্য আহসান সাইদ, অভিভাবক সদস্য মওলানা ক্বারী আব্দুল গফুরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্ত্তৃক ৫ কোটি ৬ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। শহরের পশ্চিম প্রান্ত জননেতা আব্দুল জলিল পার্ক সংলগ্ন এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মান কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে কর্ত্তৃপক্ষ জানিয়েছে। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. আমিনা কস্তুরী কুইন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ গোলাম আযম এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন।
Leave a Reply