নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন নওগাঁ -৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল (এমপি)
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পৌছালে মন্দির কমিটির নেত্রীবৃন্দ তাকে স্বাগত জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ,আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আসন্ন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদ প্রাথী মোঃ শখিমুদ্দিন প্রামানিক, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ,আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ,সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন পূঁজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিরেন্দ্র নাথ পাল, পাঁচুপুর পালপাড়া পূঁজা মন্ডপের সভাপতি শ্রী তাপস কুমার পাল, শ্রী রঞ্জিত কুমার সরকারপ্রমূখ। পরিদর্শন সময় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল পূজা মন্ডপের কমিটির দাবি সমূহ শোনেন ও তা পর্যায় ক্রমে পূরনের আশ্বাস দেন এবং আর্থিক অনুদানের আশ্বাস দেন।তিনি বলেন,ধর্ম যার যার উৎসব সবার এই বানীকে সামনে রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এ উৎসব পালন করবো।
Leave a Reply