শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১১:৪১ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে আহাদের আশ্রায়ন-2 প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪০০ বার পঠিত

 নওগাঁর আত্রাই উপজেলায় পবিত্র ।ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ন-2 এর বসবাসরত অসহায়,দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা এগারো টায় আত্রাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়“ আত্রাই হিউম্যানিটিরিয়ান এ্যাসোসিয়েশন ডেভলপ্টমেন্ট“আহাদ” পরিবারের পক্ষ থেকে উপজেলার সাহেবগঞ্জ- মধুগুড়নই মৌজায় অবস্থিত আশ্রায়ন প্রকল্পের এমন প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাহেবগঞ্জ- মধুগুড়নই আশ্রায়ন প্রকল্পের অবস্থানরত চৌরাশিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কাযক্রমের উদ্বোধন করেন আত্রাই উপজেলার মানবিক র্নিবাহী অফিসার মোঃইকতেখারুল ইসলাম।এ সময় আহাদ পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবগ উপস্থিত ছিলেন ,বিতরণকৃত প্রতি পরিবারের জন্য ছিল আতপ চাল, সোয়াবিন তৈল,লবন, চিনি,দুধ,লাচ্চা শেমাই,গরম সমল্লা,মাস্ক্, ও সাবান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =

এ জাতীয় আরো খবর..