রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

দ্রুত গতিতে এগিয়ে চলেছে সড়ক উন্নয়নের কাজ ।।

মোশারেফ হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৫ বার পঠিত
কেরানীগঞ্জ এর সবচেয়ে অবহেলিত এক সড়ক হচ্ছে মনুব্যাপারির ঢাল হতে বোরহানিবাগ সংযোক সড়ক । অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের উদাসীনতা এর প্রধান কারণ । এই সংযোগ সড়কটি দিয়ে যাতায়াত করে প্রায় ৫-৬ টি গ্রামের লোকজন । পাশাপাশি দুইটি ইউনিয়ন এর সংযোগ স্থল হওয়ায় এই সড়কটি যেন অভিভাবকহীন ছিলো এতোদিন । পাশাপাশি জিঞ্জিরা ইউনিয়ন ও কালিন্দি ইউনিয়ন এই দুইটি পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় এই অঞ্চলের মানুষের ভোগান্তির যেন শেষ ছিলোনা। পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভালো না থাকায় প্রায় পুরো বছরই এখানে জলাবদ্ধতা লেগে থাকে । যার ফলে যানবাহন চলাচলে ব্যাপক কষ্ট শিকার করতে হয় এই অঞ্চলের মানষকে। জলাবদ্ধতার কারনে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙা থাকে যার ফলে প্রায়ই বিভিন্ন দূর্ঘটনা ঘটে থাকে । বর্তমানে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সড়কটির উন্নয়ন কাজ দুইটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে পরিচালিত হচ্ছে । কালিন্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব মোক্তার হোসেন( ২ নং ওয়ার্ড ) বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই সড়কটির উন্নয়ন কাজ চলছে। জনগণের ভোগান্তি লাঘবই আমাদের সরকারের মূল লক্ষ “। কালিন্দি ইউনিয়ন পরিষদের অন্য আর একজন সদস্য জনাব শাহীন চৌধুরী ( ৩ নং ওয়ার্ড ) বলেন, “দুইটি ইউনিয়নের সংযোগ স্থল হওয়ার কারণে সড়কটির মেরামতের কাজে জটিলতা ছিলো , কিন্তু বর্তমানে দুটি ইউনিয়নের সমন্বয়ে পরিচালিত হচ্ছে মেরামতের কাজ। খুব দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শেষ হবে – ইনশাআল্লাহ”। কালিন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মোজাম্মেল সাহেব বলেন, “অতিদ্রুততম সময়ের মধ্যে সংষ্কার কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়া হবে” । এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে উপকৃত হবে ভাংনা, বোরহানি বাগ, বাঁকা চড়াইল, মুসলিম বাগ, মুক্তির বাগ, পশ্চিম ভাংনা ও হিজলতলা গ্রামের লোকজন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

এ জাতীয় আরো খবর..