মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

সুন্দরবনে দীর্ঘ তিন মাস পর আজ থেকে সকল ধরনের পাশ পারমিট দেওয়া হচ্ছে

মোঃ রউফ কয়রা, খুলনা।
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০১ বার পঠিত
দীর্ঘ তিন মাস পারে আবারও খুলে দেয়া হলো সুন্দরবন ও দেওয়া হলো সকল ধরনের পাশ পারমিট। বিভিন্ন প্রতি কূলতার মধ্যে, অভাব অনটনে দিন পার করে আজ যেনো জেলে পল্লিতে ফিরে এসেছে আনন্দের দিন গত ১জুন থেকে বন্ধ হয়ে যায় সুন্দরবন, চলে তিন মাস ব্যাপি আগস্ট শেষ পর্যন্ত। 
এদিকে আজ কথা বলেছিলাম খুলনার কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়ন৫/৬ কয়রা গ্রামে জেলে পল্লিতে কয়েক জন জেলের সাথে কথা বললে তারা বলেন গত তিন মাস বন্ধ হয়ে যায় সুন্দরবন অভাব অনটনের মধ্যে দিন পার করছে।আবার যেনো ফিরে পেয়েছে হারানো দিনের আনন্দ ঘুচে গেছে সকল দুঃখ কষ্ট। এই বিষয় নিয়ে কথা বলেছি বিভাগীয়ো বন কর্মকর্তা খুলনা রেঞ্জ ডঃআবু নাসের মহাসিন হোসেনের সাথে তিনি বলেন আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের সকল ধরনের পাশ পারমিট দেওয়া হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

এ জাতীয় আরো খবর..