মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সেচ্ছাসেবকদের মাঝে ছাতা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। মঙ্গলবার (৬ জুলাই) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শতাধিক সেচ্ছাসেবক টিম এর নিকট ছাতা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান প্রমূখ। উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় করোনাভাইরাস শুরুর প্রথম থেকেই প্রতিষ্ঠানের নিজস্ব তৈরি ৬ হাজার হ্যান্ড স্যানিটাইজার, করোনা সংক্রমণ প্রতিরোধে সাহায্যকারি সংস্থা এবং বিভিন্ন সেচ্ছাসেবকটিম ও জনসাধারনের মাঝে বিতরণ করা হয়েছে।
Leave a Reply