আজ ২০. ০২.২০২০ তারিখে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়াঙ্গনে মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মাস্টার মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাদ্রাসার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মাদ জহির উদ্দীন সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মাস্টার মায়মুনা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মগধরা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন। তিঁনি তার বক্তব্য এই দ্বীনি প্রতিষ্ঠানে এলাকার ছেলে মেয়েদের পড়াশুনো করানোর জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দীন। সন্দ্বীপ পৌরসভা ০৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনার ও পৌরসভা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব সাকিল উদ্দীন খোকন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মগধরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ দিদারুল আলম। আবুল কাসেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হানিফ। মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মগধরা ০১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শহিদুল ইসলাম মাসুম। সমাজ সেবক ও সাবেক মেম্বার মোঃ শিব্বীর আলী। সমাজ সেবক সংগঠক, গুপ্তছড়া ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল কাদের গিয়াস উদ্দীন। মালেক মুন্সির বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ জামসেদ উদ্দীন। সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার এর ব্যবস্থাপক শরীফ মোহাম্মদ সাইফুল্লাহ। দারুস সালাম সঃ প্রাঃ বিঃ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নিজাম উদ্দীন। মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক, ব্যাবসায়ী মোস্তফা আল মোস্তাফিজ। গুপ্তছড়া বাজার ব্যবসায়ী মাস্টার আবুল কাসেম সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে সফল করতে সহায়তা করেছে। উক্ত প্রতিযোগিতায় দিনব্যাপি বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারকগন যথাক্রমে সন্দ্বীপ সাহিত্য অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র কবি সাহিত্যিক অবসরপ্রাপ্ত ব্যাংকার ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব কাজী শামসুল আহসান খোকন। সংবাদ কর্মী অপু ইব্রাহিম ও অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিযোগিতা হয়.. পবিত্র কোরআন তেলোয়াত, হামদ-নাথ, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি। উলেখ্য অনুষ্ঠানে প্রতিজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্বরূপ নাম সংবলিত একটি মগ দেয়া হয়।
Leave a Reply