চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন খুনিয়াগাছ ইউনিয়ন শাখা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। শনিবার (১ই মে) সকালে লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নে হরিণ চড়া গ্রামে হতদরিদ্র কৃষক আকবর আলীর এক দোন জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মেম্বার বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বোরো ধান কাটার ভরা মৌসুমে খুনিয়াগাছ ইউনিয়নে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটে কৃষকরা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধান কাটার খরচও পড়ছে বেশি। তাই অনেক দরিদ্র কৃষক ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। প্রধানমন্ত্রী নির্দেশে হতদরিদ্র কৃষকদের সুবিধার জন্য শনিবার ধান কেটে ঘরে দিয়েছে ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে কৃষকের পাশে দাঁড়াতে। তাই আমরা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক আকবর আলীজানান, করোনার মহামারি আর ‘লকডাউন’ পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার পেলেও বেশি দাম দিয়ে ধান কেটে ঘরে তুলতে হচ্ছে। এতে করে সব কৃষকের কপালেই এখন দুচিন্তার ভাঁজ। এ অবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতেও পারছিলাম না। মাঠে ধান পেকে ঝরে যাচ্ছিল। টাকার অভাবে কাটতে পারছিলাম না। খবর পেয়ে ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতার্কমীরা আমার পাকা ধান কেটে আমার বাড়িতে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হলো। তাদের প্রতি আমার দোয়া রইল। এসময় ধানকাটতে অংশ গ্রহন করেন,৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান আলী সুজন,৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফাইজুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি মমিনুর,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক, লোকমান হাকিম,৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ,বর্তমান সভাপতি সুমন মিয়া,ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply