তীব্র তাপদাহ পুড়ছে বাগেরহাটের মোংলা। চৈত্রের শেষের দিকে চলছে তীব্র তাপদাহ। সারাদেশের মতো তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মোংলার জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে গরমের কারণে বেড়ে গেছে বিদ্যুতের চাহিদা। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারার কারণে মোংলায় শুরু হয়েছে লোডশেডিংয়ের ভেলকি।
বুধবার (১২ এপ্রিল) মোংলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১২ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এর ফলে গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুল। তীব্র তাপপ্রবাহে মোংলার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। আবহাওয়া অফিস বলছে সহজে দেখা মিলছে না বৃষ্টির। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সূর্য একেবারে পাটে পড়ার আগ পর্যন্ত। রাতে ও স্বস্তি নেই, গুমোট গরমে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।
এই গরমে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে শিশু কিশোর থেকে শুরু করে বয়:বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন এই তাপদাহ অব্যাহত থাকতে পারে। সূর্যের প্রখর তাপে রোজাদার সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যয় হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বেরোতে পারছেন না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।
Leave a Reply