(২৩শে জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদের সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে সদর উপজেলার ৩৩৪ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন ঘোষণার সাথে সাথে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম ,পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যানসহ রাজনৈতিক নের্তৃবৃন্দ,সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়ত দলিল,নামজারী, ডিসিআর ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
Leave a Reply