আজ (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার আঁকচা ইউনিয়নের কাজিবস্তি এলাকার টাঙ্গন নদীর পাশ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মৃত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকার মৃত তোবারক আলীর ছেলে মোঃ সাইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫)। আজ সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে টাঙ্গন নদীর পশ্চিম পাড় থেকে সাইজুলের এবং পূর্ব পাড় থেকে আসমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইজুল বিষপান করে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রীর গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটছে বলে পুলিশের ধারণা। উল্লেখ্য যে, আসমা সাইজুলের দ্বিতীয় স্ত্রী।প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে সন্তান রয়েছে।
Leave a Reply