(০৯ই জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ১ মাসব্যাপী হকি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস, এই ১ মাসব্যাপী হকি প্রশিক্ষণের আয়োজনে করে। সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী ।এসময় সালন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা মাজেদুল হক, সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম, শারীরিক শিক্ষা শিক্ষক আবু ইয়াছিন মাসুদ রানা ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া অফিসার রেজাউল করিম।
Leave a Reply