রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের কলম বিরতী।

মোঃসোহেল রানা ঠাকুরগাঁও প্রতিনিধি ।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫০৪ বার পঠিত

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কলম বিরতী পালন করেছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির গণমাধ্যমকর্মীরা। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসুচি পালন করা হয়। এসময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটুসহ জেলার সংবাদকর্মীরা অংশ নিয়ে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। কিন্তু সাংবাদকর্মীদের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন করে কোনঠাসা অবস্থায় রাখা হয়েছে। তবুও সাহসী সংবাদকর্মীরা দেশ ও দশের কথাগুলো তুলে ধরছে। আর তা করতে গিয়ে নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানীর শিকার হচ্ছে। যা কাম্য নয়। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন, নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানী বন্ধের দাবি করেন। কলম বিরতী চলাকালে নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিকসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশের জন্য কর্মসুচিতে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − twelve =

এ জাতীয় আরো খবর..